১ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৭:২৫

নির্বাচনের পূর্বে মার্কিন কংগ্রেসে জামায়াতের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্বলিত বিল উত্থাপন করে জনগণকে রাজনৈতিকভাবে ব্লাকমেইলিং করা হচ্ছে

দু’ একটি অনলাইন ও দৈনিক পত্রিকায় ‘মার্কিন কংগ্রেসে জামায়াতের বিরুদ্ধে বিল’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মোঃ তাসনিম আলম আজ ০১ ডিসেম্বর প্রদত্ত এক বিৃবতিতে বলেন, “উল্লেখিত শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ২০১৫ সালে অনুরূপ একটি বিল মার্কিন কংগ্রেসের কমিটিতে জমা দিলে বাছাই কমিটি তা বাতিল করে দেয়। ফলে তা কংগ্রেসে উত্থাপিত হয়নি। তিন বছর পর ২০ নভেম্বর ২০১৮ জনৈক কংগ্রেসম্যান কর্তৃক একই ধরনের বিল কংগ্রেসে উত্থাপনের উদ্দেশ্যে কমিটিতে জমা দেয়া হয়। এবারের এই বিলে ৫৩৪ জন কংগ্রেসম্যানের মধ্যে মাত্র একজন কংগ্রেসম্যান সমর্থন করেছে। একই ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্যের কারণে এবারও বাছাই কমিটিতে এই বিল প্রত্যাখ্যাত হবে, ইনশাআল্লাহ।

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্র্বাচনের পূর্বে এই ধরনের মিথ্যা তথ্য সম্বলিত একটি বিল উত্থাপন করে বাংলাদেশের জনগণকে রাজনৈতিকভাবে ব্লাকমেইলিং এর অপচেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের জনগণ জানে জামায়াতে ইসলামীর সাথে কথিত অভিযোগের কোন সম্পর্ক নেই। মার্কিন কংগ্রেসও এই মিথ্যা তথ্য দ্বারা সাজানো বিল সম্পর্কে ওয়াকিবহাল আছেন এবং তা ২০১৫ সালের বিলের পরিণতি বরণ করবে। আমারা বিশ্বাস করি যারা রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংসদ নির্বাচনের পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র্রের কংগ্রেসে বিল উত্থাপন করে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে; তাদের উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হবে।”