২৬ নভেম্বর ২০১৮, সোমবার, ১০:২০

দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত একটি ভিত্তিহীন অসত্য রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার চালানো হয়েছে

দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় প্রকাশিত একটি রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মো: তাসনীম আলম আজ ২৬ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত একটি ভিত্তিহীন অসত্য রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার চালানো হয়েছে। আমি এ রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দৈনিক জনকণ্ঠের গোটা রিপোর্টটি ভিত্তিহীন কল্পনাপ্রসূত।

দৈনিক জনকণ্ঠের রিপোর্টের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বা কোন জঙ্গি সংগঠনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। তাই আইএসআই-এর মাধ্যমে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জনাব তারেক রহমানের সাথে বৈঠক করার ও জামায়াতে ইসলামীকে আইএসআই-এর সহায়তা করার এবং ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার যে সব উদ্ভট কথাবার্তা লেখা হয়েছে তা নির্জলা মিথ্যাচার ছাড়া আর কিছুই নই। এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য জামায়াতকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যেই প্রচার করা হয়েছে। দেশের জনগণ দৈনিক জনকণ্ঠের এ সব উদ্ভট বক্তব্য বিশ্বাস করে না।

তাই এ ধরনের ভিত্তিহীন অসত্য রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।“