২৩ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৮:০৮

অধ্যাপক হাবিবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক হাবিবুর রহমান বার্ধক্যজনিত কারণে ৮৫ বছর বয়সে আজ ২৩ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৪ পুত্র ও ৬ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৫ নভেম্বর বেলা ২টায় ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

শোকবাণী

অধ্যাপক হাবিবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৩ নভেম্বর ২০১৮ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক হাবিবুর রহমান ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তিনি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন। বর্তমানে কুমিল্লা জেলায় জামায়াতের কাজের উন্নতি ও অগ্রগতির পেছনে তার বিরাট অবদান রয়েছে। স্বৈরাচার বিরোধী সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

অধ্যাপক হাবিবুর রহমান (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।
শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

জামায়াতের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের শোকবাণী

অধ্যাপক হাবিবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব আবদুর রব, কুমিল্লা মহানগরী শাখা জামায়াতের আমীর জনাব কাজী দীন মোহাম্মাদ, কুমিল্লা দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর জনাব আবদুস সাত্তার ও কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলা শাখার আমীর মাওলানা আলী আশ্রাফ আজ ২৩ নভেম্বর ২০১৮ এক যুক্ত শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তারা বলেন, অধ্যাপক হাবিবুর রহমান জামায়াতের সাংগঠনিক কাজের উন্নতি ও অগ্রগতির জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে গিয়েছেন। বর্তমানে যারা কুমিল্লা জেলা ও মহানগরীতে জামায়াতের নেতৃত্ব দিচ্ছেন তারা তার হাতে গড়া নেতা-কর্মী। তার অবদানের কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করার জন্য তারা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।