২১ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:৩৬

দিনাজপুর জেলার হাকিমপুর ও বিরামপুর উপজেলার গ্রামে গ্রামে পুলিশ ব্যাপক তল্লাশি চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

গত ২০ নভেম্বর, বিকেল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার হাকিমপুর ও বিরামপুর উপজেলার গ্রামে গ্রামে পুলিশ তল্লাশি চালিয়ে যে তা-ব সৃষ্টি করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর জনাব মোঃ আনোয়ারুল ইসলাম আজ ২১ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দিনাজপুর জেলার হাকিমপুর ও বিরামপুর উপজেলার গ্রামে গ্রামে পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়ে জনগণের মধ্যে ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টি করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জনগণ মনে করে পুলিশের এ ধরনের অপতৎপরতা নির্বাচন বানচালের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এ ধরনের অপতৎপরতা চালিয়ে তারা নির্বাচনের পরিবেশ ধ্বংস করছে। অবিলম্বে এ ধরনের পুলিশী তন্ডব বন্ধ করার জন্য আমি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”