২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৪২

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকারের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য দেশবাসীর প্রতি আহ্বান

গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এবং সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মাজেদুর রহমানকে আজ ২০ নভেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২০ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার যে ষড়যন্ত্র শুরু করেছে তারই অংশ হিসেবে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মাজেদুর রহমানকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একদিকে সরকারী দলের সম্ভাব্য প্রার্থীরা সারা দেশে নির্বাচনী প্রচার চালাচ্ছে। অন্যদিকে জামায়াতসহ অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মীগণ পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ তাদের খুঁজে খুঁজে গ্রেফতার করছে। তাদের কোথাও দাঁড়াতেই দিচ্ছে না, এমন কি তারা বাড়ীতেও থাকতে পারছে না। এ অবস্থায় কিভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে? সরকারের জুলুম-নির্যাতন সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। বিরোধী দলের লোকেরা নির্বাচন করুক তা সরকার চায় না বলেই পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ ধ্বংস করছে। সরকারের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

গ্রেফতার অভিযান বন্ধ করে অবিলম্বে গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মাজেদুর রহমানসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এবং অন্যান্য বিরোধীদলের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”