১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ৭:৫০

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী শাখার নায়েবে আমীর আলহাজ্জ আফসার উদ্দিন চৌধুরী ও বায়জীদ থানার আমীর জনাব মোঃ জাকির হোসেনকে গতকাল ১৮ নভেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ১৯ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার রাজনৈতিক প্রতিহংসা চরিতার্থ করার জন্যই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে চট্টগ্রাম মহানগরী শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্জ আফসার উদ্দিন চৌধুরী ও বায়জীদ থানার আমীর জনাব মোঃ জাকির হোসেনকে অন্যায়ভাবে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। দেশবাসী আশা করেছিল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকল দলের অংশগ্রহণমুলক নির্বাচন। কিন্তু সরকার সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার পরিবর্তে একতরফা, ব্যালট ডাকাতির প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র শুরু করেছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর সকল জুলুম-নির্যাতন ও গ্রেফতার অভিযান বন্ধ করাই ছিল দেশবাসীর প্রত্যাশা। কিন্তু সরকার সেদিকে না গিয়ে অন্যায়ভাবে রাষ্টীয় ক্ষমতার অপব্যবহার করে জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতায় থাকার চক্রান্ত করছে। সরকারের সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
অবিলম্বে গ্রেফতার অভিযান বন্ধ করে জামায়াতের চট্টগ্রাম মহানগরী শাখার নায়েবে আমীর আলহাজ্জ আফসার উদ্দিন চৌধুরীসহ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও অন্যান্য বিরোধী দলের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”