৯ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৬:৩৮

দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত ভিত্তিহীন অসত্য রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দৈনিক যুগান্তরে প্রকাশিত রিপোর্টে জঙ্গিবাদে জামায়াতের অর্থায়নের যে তথ্য রয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন অসত্য

দৈনিক যুগান্তর পত্রিকার শেষ পৃষ্ঠায় “জঙ্গীবাদে জামায়াতের কৃষিবিদ ব্লক” শিরোনামে আজ ৯ নভেম্বর প্রকাশিত ভিত্তিহীন অসত্য রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ৯ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত রিপোর্টে জঙ্গিবাদে জামায়াতের অর্থায়নের যে কথা লেখা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন অসত্য। আমি এ রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দৈনিক যুগান্তরের রিপোর্টে উল্লেখিত ৩টি এনজিও তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী চলে। ঐ সব এনজিওর টাকা জামায়াতের শীর্ষ নেতাদের নির্দেশে জঙ্গীবাদ ও নাশকতাসহ সরকার এবং রাষ্ট্র বিরোধী বিভিন্ন কর্মকা-ে ব্যবহার করার যে কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা। জামায়াতে ইসলামী আগাগোড়াই জঙ্গিবাদকে ঘৃণা করে। এ ব্যাপারে জামায়াতে ইসলামীর অবস্থান দেশবাসীর নিকট অত্যন্ত স্পষ্ট।
যুগান্তরের রিপোর্টে উল্লেখিত এনজিওগুলোর জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের প্রশ্ন অবান্তর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যেই দৈনিক যুগান্তরের রিপোর্টে বিভিন্ন আজগুবি তথ্য প্রকাশ করা হয়েছে। এই ধরনের আজগুবি তথ্য প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। যুগান্তরের রিপোর্টে যে সব কথা লেখা হয়েছে তা আদৌ জনগণ বিশ্বাস করে না।
কাজেই এ ধরনের আজগুবি রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক যুগান্তর পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”