১ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:০৮

দৈনিক জনকন্ঠে প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ছাপানোর মত নৈতিক দায়িত্ববোধ টুকুও যাদের নেই তাদের প্রকাশিত রিপোর্ট কখনো সত্য হতে পারে না

দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় “জঙ্গি অর্থায়নে জামায়াত” শিরোনামে প্রকাশিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ১ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় “জঙ্গি অর্থায়নে জামায়াত” শিরোনামে প্রকাশিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত রিপোর্টটি সর্বৈব মিথ্যা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই দৈনিক জনকণ্ঠে এ রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির কয়েকজন কর্মকর্তাকে অতি সম্প্রতি পুলিশ গ্রেফতার করে তাদের উপর চরম নির্যাতন চালিয়ে তাদের নিকট থেকে যে জবানবন্দী পুলিশ আদায় করেছে তার বরাত দিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকার রিপোর্টে ‘জনকল্যাণ ও ইসলাম প্রচারের নামে বিদেশ থেকে টাকা এনে জঙ্গিদের কল্যাণে ব্যয় করত জামায়াতে ইসলামী’ মর্মে যে সব কথা লেখা হয়েছে তা একেবারে ডাহা মিথ্যা। পুলিশের হেফাজতে থাকাবস্থায় গ্রেফতারকৃত ব্যক্তিদের দেয়া জবানবন্দী বাইরে প্রকাশ করা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনী কাজ। পুলিশ কর্তৃপক্ষ এ ধরণের বেআইনী কাজ করতে পারেন না। কাজেই দৈনিক জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত রিপোর্টটি যে ডাহা মিথ্যা তাতে কোন সন্দেহ নেই।

আমরা তাদের প্রচারিত মিথ্যা রিপোর্টের বরাবরই প্রতিবাদ করছি। কিন্তু তারা আমাদের প্রতিবাদ না ছেপে সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি লংঘন করছে। আমাদের প্রতিবাদ ছাপানোর মত নৈতিক দায়িত্ববোধ টুকুও যাদের নেই তাদের প্রকাশিত রিপোর্ট কখনো সত্য হতে পারে না।  

আমরা সব সময়ই বলে আসছি যে, জঙ্গিদের সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। কাজেই কোন দেশ থেকে অর্থ এনে কোন এনজিওর মাধ্যমে জামায়াতের জঙ্গি কর্মকান্ডে ব্যয় করার প্রশ্নই আসে না। এগুলো দৈনিক জনকণ্ঠ পত্রিকার সংশ্লিষ্ট রিপোর্টারের নিজস্ব কল্পনাপ্রসূত আষাঢ়ে গল্প ছাড়া আর কিছুই নয়। দেশবাসী ভাল করেই জানেন যে, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো দৈনিক জনকণ্ঠ পত্রিকার বহু পুরানো অভ্যাস।  

কাজেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ ছাড়া এ ধরনের উদ্দেশ্য-প্রণোদিত অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”