৩১ অক্টোবর ২০১৮, বুধবার, ৭:৩১

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকার বায়বীয় মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে

৩১ অক্টোবর যশোহর জেলার শার্শা উপজেলা শাখা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানসহ ৫জন, গত ৩০ অক্টোবর গাাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব আবদুল মজিদ আকন্দসহ ৪ জনকে, গত ২৯ অক্টোবর সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জনাব আরিফুল ইসলাম সোহেল এবং নাটোর জেলা জামায়াতের সেক্রেটারী ডঃ মীর নূরুল ইসলামের স্ত্রী মিনা খাতুনকে গত ৩০ অক্টোবর মধ্য রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ৩১ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যেই দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করছে। যশোহর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নাটোরসহ সারা দেশে জামায়াতের নেতা-কর্মীদের পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সরকার রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। এমনকি পর্দানশীন ধার্মিক মহিলারা ও নির্বাচিত জনপ্রতিনিধিগণও সরকারের রাজনৈতিক প্রতিহিংসা থেকে রেহাই পাচ্ছেন না। সরকার বায়বীয় মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে। এ থেকেই স্পষ্ট বুঝা যাচ্ছে যে, সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় না। তারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে প্রহসনের একতরফা ব্যালট ডাকাতির নির্বাচন করতেই বেশী আগ্রহী। তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই।

গ্রেফতার অভিযান বন্ধ করে যশোহর, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও নাটোরসহ সারাদেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুিক্ত দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”