১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ১০:০৯

রওশন আরা সাঈদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার প্রবীণ মহিলা সদস্য (রুকন), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক সেক্রেটারী এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মতিউর রহমান আকন্দের শাশুড়ি ও ইসলামী ছাত্রীসংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী অ্যাড. সাবিকুন্নাহার মুন্নীর মাতা এবং ২০০৬ সালের ২৮ শে অক্টোবরের শহীদ সাইফুল্লাহ মুহাম্মদ মাছুমের নানী রওশন আরা সাঈদ ৭৩ বছর বয়সে গত ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ২ পুত্র ও ৬ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। আজ ১৩ অক্টোবর সকাল ৬টায় ঢাকাস্থ মায়াকানন জামে মসজিদে রওশন আরা সাঈদের প্রথম নামাযে জানাযা এবং রাজধানীর শাহজাহানপুরে সকাল সাড়ে ৮টায় তার জামাতা জনাব মতিউর রহমান আকন্দের ইমামতিতে দ্বিতীয় নামাযে জানাযা শেষে তাকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার নায়েবে আমীর জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার কর্মপরিষদ সদস্য জনাব আবু ফাহিম, জনাব শামছুর রহমান, অ্যাড. কামাল উদ্দিন, জনাব কামাল হোসেন ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব আব্দুল জব্বার।

শোকবাণী

রওশন আরা সাঈদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ গত ১২ অক্টোবর ২০১৮ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, রওশন আরা সাঈদ ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তিনি ইসলামের প্রচার ও প্রসারে সারা জীবন খেদমত করে গিয়েছেন।

রওশন আরা সাঈদ (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

তিনি শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।