৯ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৮:১২

নীলফামারীতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নামে নতুন নতুন মামলা দিয়ে হয়রানি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ

নীলফামারী জেলা শাখা জামায়াতের আমীর জনাব মোঃ আবদুর রশিদ, জেলা কর্মপরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারী জনাব আবদুল মালেক কাজী, জেলা শাখা জামায়াতের সাবেক আমীর ও নীলফামারী-৩ আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদের সম্ভাব্য সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ আজিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নামে নতুন নতুন মামলা দিয়ে তাদের হয়রানি করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আজ ৯ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “নীলফামারী জেলা শাখা জামায়াতের আমীর জনাব মোঃ আবদুর রশিদসহ জেলার নেতাদের বাসায় বাসায় তল্লাসি এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে নতুন নতুন গদবাধা গায়েবি মামলা দিয়ে সরকার এক ভীতিকর অবস্থা সৃষ্টি করছে। শুধু নীলফামারী জেলাতেই নয়, সারা দেশেই সরকার ভীতিকর অবস্থা সৃষ্টি করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমি সরকারের এ জঘন্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টির পরিবর্তে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে গদবাধা গায়েবি মামলা দিয়ে বাড়ি বাড়ি তল্লাসি চালিয়ে নেতা-কর্মীদের হয়রানি করে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র শুরু করেছে, তারই অংশ হিসেবে নীলফামারীতে জামায়াতের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাসি চালিয়ে এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সরকারের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

নেতা-কর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাসি চালিয়ে গ্রেফতার ও হয়রানি অবিলম্বে বন্ধ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”