২৭ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:১৪

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকার ভোটারবিহীন ব্যালট ডাকাতির প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্রের অংশ হিসেবে সারা দেশে ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করেছে

সিলেট দক্ষিণ সাংগঠনিক জেলার বিয়ানী বাজার উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফায়জুল ইসলামকে ২৭ সেপ্টেম্বর বিকেলে, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম শহিদসহ ১২জন নেতা-কর্মীকে গত ২৫ সেপ্টেম্বর রাতে, সিলেট মহানগরী শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নজরুল ইসলাম এবং সুনামগঞ্জ জেলা শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ হাবিবুর রহমানসহ ২৫জন নেতা-কর্মীকে আজ ২৭ সেপ্টেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৭ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই সিলেট জেলার বিয়ানীবাজার, সিলেট মহানগরী, সুনামগঞ্জ এবং কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের প্রায় ৩৯জন নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সরকার একদলীয় ফ্যাসীবাদী শাসন পাকাপোক্ত করার হীন উদ্দেশ্যেই সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। জাতীয় সংসদের নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই সরকার বেপরোয়া হয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। এ থেকেই জাতির সামনে পরিস্কার হয়ে গিয়েছে যে, সরকার ভোটার বিহীন ব্যালট ডাকাতির প্রহসনের নির্বাচনের যে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসেবে সারা দেশে ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করেছে। সরকারের একদলীয় স্বৈরশাসন পাকাপোক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

সিলেট জেলার বিয়ানী বাজার, সিলেট মহানগরী, সুনামগঞ্জ ও কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলা থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের গ্রেফতারকৃত নেতা-কর্মীসহ সারা দেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।