১৫ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ৯:৫২

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকার দিশেহারা হয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের পাইকারী হারে গ্রেফতার করছে

আজ ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় শেষে সাদা পোশাকধারী পুলিশ গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারী ও সদর উপজেলা চেয়ারম্যান জনাব আবদুল করিমকে এবং পাবনা জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসাইন আজ ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদে আসলে তাকেসহ সেখানকার ৬ জন নেতা-কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ১৫ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার একদিকে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে, অপরদিকে বিরোধী দলের নেতা-কর্মীদেরকে গণহারে গ্রেফতার করা হচ্ছে। জনাব আবদুল করিম এবং অধ্যক্ষ ইকবাল হোসাইনসহ জামায়াত নেতা-কর্মীদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই পুলিশ তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। তাই সরকার দিশেহারা হয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের পাইকারী হারে গ্রেফতার করছে। আমি অবিলম্বে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। পাশাপাশি সরকারের এই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”