১৮ আগস্ট ২০১৮, শনিবার, ১০:০২

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ

মাওলানা মহিউর রহমান ও মাওলানা মজিবুর রহমানসহ ৪ জন নেতা-কর্মীকে আসন্ন ঈদুল আজহার পূর্বে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে

গত ১৭ আগস্ট সন্ধ্যায় নীলফামারী জেলার ডিমলা উপজেলা শাখা জামায়াতের আমীর মাওলানা মহিউর রহমান, ডিমলা উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মাওলানা মজিবুর রহমান, ডিমলা উপজেলা শাখা জামায়াতের কর্মপরিষদ সদস্য ক্বারী জয়নুল আবেদীনসহ ৪জন নেতা-কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ১৮ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ডিমলা উপজেলা শাখা জামায়াতের আমীর মাওলানা মহিউর রহমান ও ডিমলা উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মাওলানা মজিবুর রহমানসহ ৪ জন নেতা-কর্মীকে আসন্ন ঈদুল আজহার পূর্বে পুলিশ বিনা কারণে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি পুলিশের এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি।

জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যেই সরকার অন্যায়ভাবে নেতা-কর্মীদের গ্রেফতার করছে। সরকারের গ্রেফতারের হাত থেকে জনপ্রতিনিধিগণও রেহাই পাচ্ছেন না। জন-সমর্থনহীন কর্তৃত্ববাদী সরকারের জুলুম-নির্যাতনের কারণে তাদের পায়ের নীচ থেকে মাটি সরে গিয়েছে। তাই ক্ষমতা হারানোর ভয়ে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। সরকারের এই জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

জুলুম-নির্যাতন বন্ধ করে মাওলানা মহিউর রহমানসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে আসন্ন ঈদুল আজহার পূর্বেই নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”