১৮ আগস্ট ২০১৮, শনিবার, ২:১৬

জনাব হামিদুর রহমান আযাদকে আসন্ন ঈদ-উল-আজহার পূর্বেই মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদকে আসন্ন ঈদ-উল-আজহার পূর্বেই মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আজ ১৮ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদকে সরকার অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছে।  তাকে রাজনৈতিকভাবে হয়রানী করার উদ্দেশ্যেই সরকার

বন্দী করে রেখেছে। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি একজন জনপ্রিয় নেতা। তার খেদমত থেকে তার এলাকার জনগণকে বঞ্চিত করার হীন উদ্দেশ্যেই তাকে বন্দী করে রাখা হয়েছে। তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। কিছুদিন পূর্বে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তা সত্বেও সরকার তাকে মুক্তি দেয়নি।

আসন্ন ঈদ-উল-আজহার পূর্বেই তাকে মুক্তি দিয়ে পরিবার-পরিজনদের সাথে ঈদ-উল-আজহা উদযাপন করার সুযোগ দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”