৬ আগস্ট ২০১৮, সোমবার, ৪:৩২

ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৯১ জন লোক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

গত ৫ আগষ্ট ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে এক ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৯১ জন লোক নিহত ও কয়েকশত লোক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ৬ আগষ্ট ২০১৮ এক শোকবাণী প্রদান করেছেনঃ-

শোকবাণীতে তিনি বলেন, “ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে এক ভয়াবহ ভুমিকম্পে কমপক্ষে ৯১ জন লোক নিহত ও কয়েকশত লোক আহত হওয়ার ঘটনায় আমার নিজের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইন্দোনেশিয়ার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই ভয়াবহ ভুমিকম্পে ইন্দোনেশিয়ার জনগণের জান-মালের যে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি আশা করছি, ইন্দোনেশিয়ার সরকার ও জনগণ শীঘ্রই এ ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

আমি ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”