১০ জুলাই ২০১৮, মঙ্গলবার, ৩:৩১

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ

অযথা হয়রানি না করে ডাক্তার জালালসহ সারা দেশে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উত্তর সাংগঠনিক শাখার আমীর ডাক্তার আহমাদ জালালকে গত ৮ জুলাই রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ১০ জুলাই ২০১৮ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উত্তর সাংগঠনিক শাখার আমীর ডাক্তার আহমাদ জালালকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তার বিরুদ্ধে কোন মামলা বা ওয়ারেন্ট নেই। অথচ তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তিনি সরকারের প্রতিহিংসার শিকার। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিক রোগে ভুগছেন। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

অযথা হয়রানি না করে ডাক্তার আহমাদ জালালসহ সারা দেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে নি:শর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”