১৮ জুন ২০১৮, সোমবার, ৫:৪৩

ঈদপুনর্মিলনী অনুষ্ঠান থেকে পুলিশের গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই পুলিশ ফরিদপুরে জামায়াত নেতা-কর্মীদের সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক জনাব মোঃ দেলোয়ার হোসাইন এবং ভাঙ্গা উপজেলা শাখা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সরোয়ার হোসেন এবং সেক্রেটারী জনাব রুকন উদ্দিনসহ জামায়াতে ইসলামীর প্রায় অর্ধশত নেতা-কর্মীকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মালি গ্রামে আয়োজিত ঈদপুনর্মিলনী অনুষ্ঠান থেকে আজ ১৮ জুন সকালে পুলিশের গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এবং সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১৮ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জামায়াত নেতা জনাব মোঃ দেলোয়ার হোসাইন, মাওলানা সরোয়ার হোসেন এবং জনাব রুকন উদ্দিনসহ জামায়াতে ইসলামর প্রায় অর্ধশত নেতা-কর্মীকে ঈদপুনর্মিলনীর মত একটি ঘরোয়া এবং বিনোদনমূলক শান্তিপূর্ণ অনুষ্ঠান থেকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই পুলিশ তাদের সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

সরকার তার গদি রক্ষার জন্য গত রমজান মাসেও জামায়াতে ইসলামীর এবং ইসলামী ছাত্রশিবিরসহ ২০-দলীয় জোটের বহু নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। আবার রমজান মাস যেতে না যেতেই ফরিদপুরের ভাঙ্গা থেকে জামায়াতে ইসলামীর অর্ধশত নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। এমনকি নির্বাচিত জনপ্রতিনিধিগণও সরকারের জুলুম-নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না। কোন গণতান্ত্রিক সমাজে এ ধরনের স্বৈরাচারী আচরণ কল্পনাও করা যায় না। এ ঘটনা থেকে জনবিচ্ছিন্ন সরকারের ফ্যাসিবাদী আচরণ আরও নগ্নভাবে ফুটে উঠেছে।

ফ্যাসিবাদী আচরণ পরিহার করে জামায়াত নেতা জনাব মোঃ দেলোয়ার হোসাইনসহ সারা দেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”