১৩ জুন ২০১৮, বুধবার, ১:১১

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

একটি জনকল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজ ১৩ জুন, ২০১৮ নিম্নোক্ত শুভেচ্ছা বাণী প্রদান করেছেন:-

“পবিত্র রামাদান মাস পবিত্র কুরআন নাজিলের মাস। আল্লাহ তা’লা মানবজাতির মুক্তি, কল্যাণ ও সুখ-সমৃদ্ধির জন্যই সর্বশেষ আসমানী কিতাব আল-কুরআন নাজিল করেছেন। পবিত্র রামাদান মাস আল্লাহ তা’লার পক্ষ থেকে তার বান্দাদের জন্য এক পবিত্র উপহার। পবিত্র কুরআনের মাধ্যমে আল্লাহ তা’লা মানুষের অন্তরকে পাক-পবিত্র করে একমাত্র তার ভয় সৃষ্টি করে তাকওয়ার গুণে সমৃদ্ধ করতে চান। সেই তাকওয়ার গুণে সমৃদ্ধ ঈমানদার মানুষের সমাজই কেবল একটি উন্নত, শান্তিময় ও কল্যাণকামী রাষ্ট্রের গ্যারান্টি দিতে পারে। যার বাস্তব নমুনা হল রাসূল (সাঃ) কর্তৃক প্রতিষ্ঠিত মদিনা কেন্দ্রিক কল্যাণ রাষ্ট্র। এ ধরনের রাষ্ট্রে ধর্ম-বর্ণ-নির্বিশেষ সকল মানুষ তার ন্যায্য অধিকার ও সকল ক্ষেত্রে সুবিচার লাভের গ্যারান্টি পেয়ে থাকে।

দেশের জনগণের উপর বর্তমানে চলছে জুলুম-নির্যাতন, সন্ত্রাস ও রাজনৈতিক নির্যাতন-নিপীড়ন। দরিদ্র জনগণের উপর চলছে সীমাহীন শোষণ ও জুলুম। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের তীব্র কষাঘাতে দরিদ্র জনগণ জর্জরিত। এ অবস্থা থেকে মুক্তির জন্য একটি জনকল্যাণকামী রাষ্ট্র কায়েম করা অপরিহার্য হয়ে পড়েছে।

আসুন, এ ধরনের একটি জনকল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র আকাক্সক্ষা নিয়ে আমরা এবারের পবিত্র ঈদুল ফিতর উদযাপন করি। আল্লাহ পাক তার বিশেষ সাহায্য পাঠিয়ে আমাদের দেশ থেকে সকল প্রকার জুলুম ও অশান্তি দূর করে শান্তির সমাজ কায়েমের ব্যবস্থা করে দিন-- মহান প্রভুর নিকট বিগলিত চিত্তে এ কামনাই করি।

প্রিয় দেশবাসীর ভালবাসায় লালিত সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আমার নিজের পক্ষ থেকে আমি দেশবাসী সকলের সুখ-সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে আমি সকলকে আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।”