১১ জুন ২০১৮, সোমবার, ৪:০৩

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ

রাজনৈতিকভাবে হয়রানী করার হীন-উদ্দেশ্যেই সরকার অধ্যক্ষ আজিজুল ইসলাম এবং জনাব আবদুল মালেককে গ্রেফতার করেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নিলফামারী জেলা শাখার সাবেক আমীর অধ্যক্ষ আজিজুল ইসলাম এবং নিলফামারী সদর উপজেলা শাখার কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্য জনাব আবদুল মালেককে গতকাল ১০ জুন’ ১৮ ইফতারির পূর্ব মুহূর্তে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ১১ জুন ২০১৮ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নিলফামারী জেলা শাখার সাবেক আমীর অধ্যক্ষ আজিজুল ইসলাম এবং নিলফামারী সদর উপজেলা শাখার কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্য জনাব আবদুল মালেককে গত ১০ জুন ইফতারীর পূর্ব মুহূর্তে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অধ্যক্ষ আজিজুল ইসলাম একজন প্রবীণ শিক্ষাবিদ এবং জনপ্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তি। তার জনপ্রিয়তায় ভীত হয়েই সরকার তাকে এবং জনাব আবদুল মালেককে রাজনৈতিকভাবে হয়রানী করার হীন-উদ্দেশ্যেই গ্রেফতার করেছে। তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসীবাদী আচরণই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের এ ধরনের স্বৈরাচারী কর্মকা-ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

সকল প্রকার হয়রানী বন্ধ করে অধ্যক্ষ আজিজুল ইসলামসহ সারা দেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই নি:শর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”