৭ মে ২০১৮, সোমবার, ৪:৪২

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করায় গভীর উদ্বেগ প্রকাশ

শেষ মুহূর্তে এসে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম আজ ৭ মে, ২০১৮ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “শেষ মুহূর্তে এসে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করার ঘটনার মধ্যে দিয়ে সরকারের দুরভিসন্ধি প্রকাশিত হয়েছে। গাজীপুরের নির্বাচন স্থগিত ঘোষণায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে সরকার যখন দেখল যে নির্বাচনে সরকারী দলের মনোনীত প্রার্থীর বিজয়ের কোন সম্ভাবনা নেই, তখনই সরকার ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচন স্থগিতের ব্যবস্থা করেছে। একই কায়দায় সরকার তাদের দলীয় প্রার্থীর ভরাডুবি নিশ্চিত জেনেই ষড়যন্ত্রমূলকভাবে স্থানীয় এক আওয়ামী লীগের নেতাকে দিয়ে রীট আবেদন করিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করার ব্যবস্থা করেছে। আমরা সরকারের এ ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করছি ও ক্ষোভ প্রকাশ করছি। এ ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনা আবারও প্রমাণ করল যে, এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়।

ষড়যন্ত্র পরিহার করে অবিলম্বে গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।”