২৮ এপ্রিল ২০১৮, শনিবার, ৪:০৭

মাওলানা আবদুল খালেককে অবিলম্বে মুক্তি দিয়ে মুক্ত পরিবেশে উপযুক্ত চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার আহবান

বাংলাদেশ জামায়তে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সাবেক আমীর এবং সাতক্ষীরার সাবেক এমপি মাওলানা আবদুল খালেককে অবিলম্বে মুক্তি দিয়ে মুক্ত পরিবেশে উপযুক্ত চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম আজ ২৮ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মাওলানা আবদুল খালেক যশোর কারাগারে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। তাকে অবিলম্বে মুক্তি দিয়ে উপযুক্ত চিকিৎসার সুযোগ দেয়া উচিত।

তিনি একজন বিশিষ্ট আলেমে দ্বীন ও সাবেক জাতীয় সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন যাবত কারাগারে আছেন। তিনি গত ২৭ এপ্রিল কারাগারের বাথরুমে আছাড় খেয়ে পড়ে গিয়ে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তার অসুস্থতার খবরে তার পরিবার-পরিজনসহ আমরা সকলেই ব্যথিত ও উদ্বিগ্ন। তার সুচিকিৎসার ব্যবস্থা করা না হলে তার অবস্থার আরো অবনতি হওয়ার আশংকা রয়েছে।

তাই অবিলম্বে তাকে মুক্তি দিয়ে মুক্ত পরিবেশে তার ইচ্ছা অনুযায়ী উপযুক্ত চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”