৪ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৪:২২

‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষ্যে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করতে সকল শাখা ও দেশবাসীর প্রতি আহবান

৫ জানুয়ারী ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য জামায়াতের সকল শাখা ও দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আজ ৪ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারী ভোটারবিহীন নির্বাচনের প্রহসন করে বর্তমান ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। গণতন্ত্রকে হত্যা সরে সরকার শক্তির জোরে ক্ষমতা দখল করে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত চেপে বসেছে।

বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে নির্মমভাবে হত্যা করেছে। জনগণের ভোটের অধিকার হরণ করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের পথ রুদ্ধ করা হয়েছে। সরকার আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার হরণ করে গোটা দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। এ অবস্থা থেকে জাতিকে উদ্ধারের জন্য গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা অপরিহার্য।

গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার অঙ্গীকারের মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”