১৬ ডিসেম্বর ২০১৭, শনিবার, ৫:৫৩

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

অধ্যক্ষ মাওলানা আবদুল বারীর বিরুদ্ধে পুলিশ নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার যে মিথ্যা অভিযোগ প্রচার করছে তা হাস্যকর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল বারীকে গত ১৫ ডিসেম্বর ভোর রাতে তার নিজ বাড়ি থেকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ১৬ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও প্রবীণ আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আবদুল বারীকে কোন কারণ ছাড়াই পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তিনি সরকারের রাজনৈতিক জুলুমের শিকার হয়েছেন।

মাওলানা আবদুল বারী সাতক্ষীরার একজন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ। তার বিরুদ্ধে পুলিশ নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার যে মিথ্যা অভিযোগ প্রচার করছে তা হাস্যকর। তার মত একজন খ্যাতিমান আলেমের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার প্রশ্নই আসে না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের নেতা-কর্মী ও আলেমদের সরকারের অন্যায়ভাবে গ্রেফতার করে রাজনৈতিকভাবে হয়রানী করার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা আবদুল বারীসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”