২ ডিসেম্বর ২০১৭, শনিবার, ৪:০২

সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ (সাঃ) এর আদর্শ প্রতিষ্ঠার কোন বিকল্প নেই

পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর একটি মিলনায়তনে "ব্যক্তি ও সমাজ গঠনে রাসূল (সাঃ)" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগরী আমীর (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালীম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালীম বলেন, আইয়্যামে জাহেলিয়াতের সময়ে ঘোর অন্ধকারে নিমজ্জিত একটি সভ্যতা। বর্বর, বেদুঈন, যাযাবর, শিক্ষা ও তমুদ্দিনের আলো থেকে বঞ্চিত একটি জাতি। অন্যায় জুলুম ও অনৈতিকতার সয়লাব চারিদিকে, যেখানে ভুলুন্ঠিত হচ্ছিল মনুষ্যত্ব প্রতিনিয়ত। তখনো মানবজাতি আদিম জাহেলিয়াতের ঘুম থেকে জাগেনি। ঠিক সেই সময় অরাজকতার ঘুটঘুটে অন্ধকারে আকস্মিকভাবে জ্বলে উঠলো আলোক মশাল। সভ্যতার সূর্যোদয়ের দায়িত্ব নিয়ে ৫৭০ খৃস্টাব্দের ১২ই রবিউল আওয়াল পৃথিবীতে আবির্ভূত হলেন সমগ্র মানবজাতির মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ)। তাঁর যাদুর ছোঁয়ায় নবুওয়াতের মাত্র ২৩টি বছরে আরবরা বিনির্মাণ করলো এক নতুন পৃথিবী। জীবনের ক্ষতস্থান থেকে যে উৎকট দুর্গন্ধ বের হচ্ছিল তা রাসুল (সাঃ) এর পরশে পরিবর্তিত হয়ে সুবাসিত আলোকবর্তিকায় পরিণত হল। তাই সামাজিক অবক্ষয় রোধ, অন্যায়-জুলুম ও অনৈতিকতার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে ইনসাফপুর্ন, শান্তিময় ও সমৃদ্ধশালী করার জন্য আমাদেরও রাসুল (সাঃ) এর আদর্শকে অনুসরণ করতে হবে।

তিনি আরো বলেন, যে বিস্ময়কর মহাশক্তির মাধ্যমে রাসুল (সাঃ) বিপ¬ব সাধন করেন, যা দিয়ে পাল্টে দিয়েছিলেন সমগ্র পৃথিবীকে, পাল্টে দিয়েছিলেন ঘুনে ধরা সমাজ ব্যবস্থা ও মানুষের হৃদয়কে তা হলো মহাগ্রন্থ আল কোরআন। সেই আল কোরআন আজও আমাদের মাঝে বিদ্যমান। আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও মুক্তির জন্য মহাগ্রন্থ আল কোরআন নির্দেশিত পথে জীবন পরিচালনা করতে হবে। এছাড়াও ন্যায়বিচার ও মানুষের অধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্র পরিচালনার মুলনীতি হিসেবে আল-কোরআনকে প্রতিষ্ঠা করার সংগ্রামে অংশগ্রহণ করতে হবে।

মাওলানা হালীম আরোও বলেন, রাসূলের রেখে যাওয়া সেই শান্তি প্রতিষ্ঠার আদর্শ থেকে মুসলমানরা বিমুখ হওয়ায় বর্তমান বিশ্বে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। ইসলাম বিরোধীদের হাতে ইরাক, আফগান, ফিলিস্তিন, আরাকান, কাশ্মীর সহ পৃথিবীর সর্বত্র আজ লাখো লাখো মুসলমান নিহত হচ্ছে। অন্যায়, অবিচার আর বর্বরতার সীমা আইয়ামে জাহেলিয়াতের সময়কেও ছাড়িয়ে গেছে। তাই অশান্ত এই পৃথিবীতে শান্তিপ্রতিষ্ঠায় মুহাম্মদ (সাঃ) এর মহান আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই। বর্তমানে যারা রাসূলের রেখে যাওয়া আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছেন তাদের পথ কুসুমাস্তীর্ণ নয়। কাফের ও মুসলিম নামধারী কিছু মুনাফিকদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। ঐক্যবদ্ধ ভাবে সকল জুলুম-নির্যাতন ও ষড়যন্ত্র মুকাবেলা করেই আমাদেরকে সত্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনকে বেগবান করে বিজয়ের মঞ্জিলে নিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে ড. হেলাল বলেন, বর্তমান শিক্ষা ব্যাবস্থায় রাসুলের আদর্শকে বাদ দিয়ে সেক্যুলার শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে ফলে শিক্ষার্থীরা নিজেদের মানবতার বন্ধু হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। তিনি শিক্ষা ব্যবস্থায় রাসুলের সীরাত ও আদর্শকে পুনরায় প্রতিষ্ঠা করার আহবান জানান। তিনি আরোও বলেন, উগ্র ও চরমপন্থা ইসলাম কায়েমের পথে অন্যতম বাধা বা অন্তরায়, তিনি রাসুলের সীরাত থেকে শিক্ষা নিয়ে সকলকে উগ্রপন্থা পরিহার করার আহবান জানান।

ড. হেলাল আরোও বলে, রাসুল (সাঃ) মানুষের অধীকার রক্ষায় অগ্রণী ভুমিকা পালন করেছেন। বর্তমান ক্ষয়িষ্ণু সভ্যতার সামাজিক অবক্ষয় ও পতন রোধ করে মানবতাবোধ জাগ্রত করার জন্য, মানুষের অধীকার নিশ্চিত করার জন্য আমাদের রাসুল (সাঃ) শিক্ষা ও আদর্শ সমাজে বাস্তবায়ন করতে হবে।

আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য শামছুর রহমান, মুহাম্মদ কামাল হোসাইন, মহানগরী মজলিসে শুরা সদস্য মাওলানা রুহুল কুদ্দুস, আব্দুর রহীম, মাওলানা আমীরুল ইসলাম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব সভাপতি সোহেল রানা মিঠু, ঢাকা মহানাগরী দক্ষিন সভাপতি শাফিউল আলম প্রমূখ। এছাড়াও ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানায় রাসুল (সাঃ) এর সীরাতের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগরী উত্তর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, রাসুল (সা.) বিশ্ব মানবতার মুক্তির মহান দূত হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। মূলত তিনি ছিলেন মানবতার মহান শিক্ষক। বস্তুত আল্লাহর নির্দেশিত পথ ও রাসুল (সা.) এর অনুসৃত আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণেই সমাজ-রাষ্ট্রে অশান্তি ও অবক্ষয়ের জয়জয়কার চলছে। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য একমাত্র আল্লাহর দাসত্ব ও রাসুল (সা.) এর প্রদর্শিত আদর্শকে সর্বান্তকরণে গ্রহণ করতে হবে। তিনি ইসলামী আদর্শের আলোকে সমাজ পরিবর্তনে আপোষহীন ভূমিকা রাখতে সকলের প্রতি আহবান জানান।

আজ সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সীরাতুন্নবী (সা.) এর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাজিম উদ্দীন মোল্লা, ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ডা. ফখরুদ্দীন মানিক, ফজলে আহমেদ ফজলু ও এ এস এম মনির প্রমূখ।

সেলিম উদ্দিন বলেন, রাসুল (সা.) রাহমাতুলতিল আলামিন হিসাবে দুনিয়ায় প্রেরিত হয়েছিলেন। তিনি ছিলেন ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য ন্যায়-ইনসাফের প্রতীক। মহানবী (স) মানবজাতির জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। তিনি তার মহানুভবতা, সহনশীলতা, অধ্যবসায়, দৃঢ় আত্মপ্রত্যয়, ধৈর্য ও নিষ্ঠার সাথে তার ওপর অবতীর্ণ মহাগ্রন্থ আল কুরআনের আদর্শ প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেছেন। এতে তিনি শতভাগ সফলও হয়েছেন। আর এজন্য তাকে অবর্ণনীয় জুুলুম-নির্যাতনও ভোগ করতে হয়েছে। দ্বীনে হকের দাওয়াত দেয়ার কারণেই তাকে তায়েফে নির্মমভাবে নির্যাতিত ও রক্তাক্ত হতে হয়েছিল। মূলত রাসুল (সা.) আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার ও তমসার বিপরীতে সত্য এবং ন্যায়কে সুপ্রতিষ্ঠিত করেছেন। সমাজে অবহেলিত-নির্যাতিত, সুবিধা বঞ্চিত ও দুঃখী মানুষের সেবা, মানবতাবোধ, পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, পরমতসহিষ্ণুতা, দয়া, অনুগ্রহ ও ক্ষমাগুণ, শিশুদের প্রতি স্নেহশীলতা এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (স)-এর আদর্শ অতুলনীয় ও অদ্বিতীয়। সে জন্যই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে অভিষিক্ত।

তিনি বলেন, রাসুল (স.) ছিলেন বিশ্ব শান্তির অগ্রসৈনিক। তার ২৩ বছরের নবুয়াতি জীবনে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করতে সক্ষম হয়েছিলেন। তাকে জীবনে অনেক যুদ্ধের মোকাবিলা করতে হয়েছে। কিন্তু এসব যুদ্ধের কোনোটিই আক্রমণাত্মক ছিল না। স্বয়ং রাসুলুল্লাহ (সা.) ২৭টি প্রতিরোধমূলক যুদ্ধে নেতৃত্ব দেন এবং দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সাহাবিদের নেতৃত্বে ৫৭টি অভিযান পরিচালনা করেন। ইসলামের ব্যাপক প্রচার ও প্রসারের পর মহানবী (সা.) বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে সংলাপ, সমঝোতা করে প্রভূত চুক্তিপত্র স্বাক্ষর করেন। এগুলো বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখে। এই জন্যই মার্কিন পন্ডিত মাইকেল হার্ট মহানবী (স.)কে সর্ব যুগের ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ও বুদ্ধিজীবী জর্জ বার্ণাডশ এর ভাষায়, ‘‘আমার বিশ্বাস নবী মুহাম্মদের মত কোন ব্যক্তি যদি বর্তমান বিশ্বের একনায়কের পদে আসীন হতেন, তাহলে তিনিই বর্তমান বিশ্বের সমস্যাবলীর এমন সমাধান দিতে পারতেন, যার ফলে সমস্ত বিশ্বে কাঙ্খিত শান্তি ও সুখ নেমে আসত।’’

তিনি আরও বলেন, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীনের দাসত্ব ও মহানবী (স.) এর রেখে যাওয়া আদর্শ থেকে বিচ্যুতির কারণেই মানব সভ্যতা ও মূল্যবোধ এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। সমাজের সকল স্তরেই এখন অবক্ষয়ের প্রাবল্য চলছে। মানুষের নৈতিকতা ও চরিত্রে ধ্বস নেমেছে। ফলে মানুষের উপর মানুষের জুলুম-নির্যাতন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, ধর্ষণ, গুপ্তহত্যা, নারী নির্যাতন, ইভ টিজিং, আমানতের খেয়ানত, সুদ, ঘুষ, লুন্ঠন ও চাঁদাবাদী সহ নানা ধরনের অপরাধ প্রবণতা আমাদের সমাজ ও রাষ্ট্রকে কুলুষিত করে ফেলেছে। চারদিকে অধিকার বঞ্চিত ও নিপীড়িত মানুষের আহাজারী শোনা গেলেও ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত না থাকায় এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। তাই শান্তির সমাজ, অপরাধ এবং বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে ইসলামী আদর্শের দিকেই ফিরে আসতে হবে। বস্তুত ইসলামই হচেছ একমাত্র নির্ভূল ও পূর্ণাঙ্গ জীবন বিধান। তিনি সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সকলকে ইসলামের সুশীতল ছায়াতলে সমবেত হওয়ার আহবান জানান।

মহানগরী আমীর বলেন, ইসলামী আন্দোলনের উপর জুলুম-নির্যতনে কোন অভিনবত্ব নেই বরং তা ইতিহাসের ধারাবাহিকতা মাত্র। রাসুল (সা.) যখন মানুষের মধ্যে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন তখন তার উপরও নেমে এসেছিল অবর্ণনীয় জুলুম-নির্যাতন। তিনি কাফির-মুশরিকদের যুগপৎ জুলুম-নির্যাতন ও মুনাফিকদের নানামুখী ষড়যন্ত্রের উপেক্ষা করে সবর ও ইসতিকামাতের মাধ্যমে দ্বীনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এজন্য তাকে শিয়াবে আবি তালিবে দীর্ঘ ৩ বছর অবর্ণনীয় দুঃখ-দুর্দশার মধ্যে কারা নির্যাতন ভোগ করতে হয়েছিল। কিন্তু তিনি কখনও আদর্শ বিচ্যুত হন নি বরং সকল বাধা-প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই কালেমার পতাকাকে সমুন্নত করেছিলেন। তাই সাম্প্রতিক প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের ক্রান্তিকালে চরম ধৈর্য্য, সহনশীলতা, নিষ্ঠা, দূরদর্শিতা ও প্রজ্ঞার সাথে আমাদেরকে অগ্রসর হতে হবে। তিনি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহবান জানান।