২৭ নভেম্বর ২০১৭, সোমবার, ৪:৪১

মাওলানা তাজুল ইসলামকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সম্পূর্ণ অন্যায়ভাবে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে গ্রেফতারে প্রমাণিত হয়, সরকার আদৌ গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী নয়

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামকে গত ২৬ নভেম্বর দুপুরে তার বাড়ী থেকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ২৭ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামকে পুলিশ বিনা কারণে অন্যায়ভাবে গত ২৬ নভেম্বর দুপুরে তার বাড়ী থেকে গ্রেফতার করেছে। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

মাওলানা তাজুল ইসলাম একজন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ও সমাজ সেবক। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই সরকার তাকে বিনা কারণে অন্যায়ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করেছে। বরখাস্ত করার পরে তাকে গ্রেফতার করে সরকার তার উপর চরম জুলম করেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধির সাথে সরকারের এ ধরনের ন্যক্কারজনক আচরণের দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, এ সরকার আদৌ গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী নয়।

একজন নির্বাচিত জনপ্রিতিনিধির প্রতি এ ধরনের চরম জুলুম কোন সভ্য গণতান্ত্রিক সমাজে কল্পনাও করা যায় না। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
মাওলানা তাজুল ইসলামসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”