২৫ নভেম্বর ২০১৭, শনিবার, ১:৪৭

ইসলাম কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে কখনই সমর্থন করে না

সন্ত্রাসীদের হামলায় মিশরের একটি মসজিদে ২৩৫ জন লোক নিহত এবং আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

মিশরের সিনাই উপত্যকার উত্তরাঞ্চলের একটি মসজিদে গত ২৪ নভেম্বর জুমার নামাজের সময় সন্ত্রাসীদের হামলায় ২৩৫ জন লোক নিহত এবং শতাধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২৫ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মিশরের সিনাই উপত্যকার উত্তরাঞ্চলের একটি মসজিদে গত ২৪ নভেম্বর জুমার নামাজের সময় সন্ত্রাসীদের হামলায় ২৩৫ জন লোক নিহত এবং শতাধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার মাধ্যমে মিশরের জনগণের নিরাপত্তা বিধানে মিশর সরকারের চরম ব্যর্থতাই প্রমাণিত হয়েছে।

মসজিদের মত পবিত্র স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ইসলাম ও মানবতাবিরোধী কাজ। ইসলাম কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে কখনই সমর্থন করে না। এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা ঘটিয়েছে তারা ইসলাম ও মানবতার দুষমন।

মিশরে মসজিদে সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার-পরিজন ও মিশরের শোকাহত জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি মহান আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। সেই সাথে আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”