২৫ নভেম্বর ২০১৭, শনিবার, ১:৪২

সরকার দেশের আইন ও আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছে

রংপুর মহানগরী আমীর জনাব মাহবুবুর রহমান বেলালকে পুনরায় অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর জনাব মাহবুবুর রহমান বেলালকে গত ২৪ নভেম্বর রংপুর জেলগেট থেকে পুনরায় পুলিশের অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম আজ ২৫ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সকল মামলায় জামিন লাভ করা সত্ত্বেও রংপুর জেলগেট থেকে পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী জামায়াতের আমীর জনাব মাহবুবুর রহমান বেলালকে সরকারের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনা দুরভিসন্ধিমূলক।

সকল মামলায় জামিন লাভ করা সত্ত্বেও জনাব মাহবুবুর রহমান বেলালকে জেল গেট থেকে পুনরায় গ্রেফতার করে সরকার দেশের আইন ও আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছে। এ থকে প্রমাণিত হলো যে দেশে আইনের শাসন ও ন্যায় বিচার নেই।
জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া দুঃশাসন দীর্ঘায়িত করার লক্ষ্যেই সারা দেশে সরকারের গ্রেফতার অভিযান চলছে। সরকারের জানা উচিত যে, অতীতে কোন সরকারই দেশের জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে তাদের শেষ রক্ষা করতে পারেনি, বর্তমান সরকারও তাদের শেষ রক্ষা করতে পারবে না, ইনশাআল্লাহ। সরকারের কর্তৃত্ববাদী স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

জনাব মাহবুবুর রহমান বেলালসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”