৮ নভেম্বর ২০১৭, বুধবার, ৩:০৫

অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ

বিনা কারণেই পুলিশ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা থেকে জামায়াতের ১৪জন নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা উত্তর সাংগঠনিক জেলার সহকারী সেক্রেটারী জনাব মিয়া গোলাম কুদ্দুস ও ডুমুরিয়া উপজেলা শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারী মাওলানা ইসহাকসহ ১৪জন নেতাকে গত ৭ নভেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ৮ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “তারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। বিনা কারণেই পুলিশ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা থেকে জামায়াতের ১৪জন নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

দেশকে রাজনীতি শূন্য করে একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই সরকার জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে আবদ্ধ রেখেছে। গণবিরোধী কর্মকা-ের কারণে বর্তমান সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়াই তারা জোর করে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে। সরকারের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

গ্রেফতার অভিযান বন্ধ করে জনাব মিয়া গোলাম কুদ্দুসসহ জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”