৩ নভেম্বর ২০১৭, শুক্রবার, ৬:২৫

নিউইয়ার্কে সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা

নিউইয়ার্কে সন্ত্রাসী হামলার ঘটনার সাথে ইসলাম ও মুসলমানদের কোন সম্পর্ক নেই

গত ৩১ অক্টোবর সন্ত্রাসী হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে ৮জন নিরীহ নাগরিক নিহত ও ১৩ জন নাগরিক আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ০৩ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী নিউইয়ার্কের এ হামলাসহ বিশ্বের যে কোন দেশে সন্ত্রাসী হামলার নিন্দা জানায়। জামায়াতের অবস্থান সব সময়ই সন্ত্রাসের বিপক্ষে।

আমরা আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র সরকার নিউইয়ার্কে সন্ত্রাসী হামলায় জড়িত যুবককে আইন মোতাবেক বিচার করবে। এ ধরনের সন্ত্রাসী হামলার সাথে ইসলাম ও মুসলমানদের কোন সম্পর্ক নেই। ইসলামে সন্ত্রাসের কোন স্থান নেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামী যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কাঁধেকাঁধ মিলিয়ে জাতীয়ভাবে ও দলীয়ভাবে রুখে দাঁড়াবে এবং মোকাবেলা করবে।

নিউইয়ার্কে সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছেন আমারা তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”