২৭ অক্টোবর ২০১৭, শুক্রবার, ৬:০৫

আমাদের সময় পত্রিকার বিভ্রান্তিকর অসত্য রিপোর্টের প্রতিবাদ

আমাদের সময় পত্রিকায় জামায়াতের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে তার কোন ভিত্তি নেই

আমাদের সময় পত্রিকার শেষ পৃষ্ঠায় “প্রকাশ্যে জামায়াতের দ্বন্দ্ব” শিরোনামে আজ ২৭ অক্টোবর প্রকাশিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে সব বিভ্রান্তিকর অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ২৭ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আমাদের সময় পত্রিকায় ২৭ অক্টোবর জামায়াতের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে তার কোন ভিত্তি নেই।  

জামায়াতের ভেতরে সংস্কারপন্থী বলে কিছুই নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জামায়াতের মধ্যে যে আলাপ-আলোচনা চলছে তাকে দ্বন্দ্ব হিসেবে প্রচার করা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্যই আমাদের সময় পত্রিকায় এ ধরনের রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

ইসলামী ছাত্রশিবির একটি ছাত্র সংগঠন। জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াতের প্রার্থী মনোনয়নের ব্যাপারে তাদের ভূমিকা রাখার প্রশ্নই আসে না। জামায়াতের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে সুস্পষ্ট কোন ধারণা না থাকার কারণেই আমাদের সময়ের সংশ্লিষ্ট রিপোর্টার এ অসত্য রিপোর্টটি প্রকাশ করেছেন।

তাই জামায়াতে ইসলামী সম্পর্কে এ ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি আমাদের সময় পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা প্রকাশ করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”