১৫ অক্টোবর ২০১৭, রবিবার, ৬:৫৫

অধ্যক্ষ মাওলানা আবদুল গাফফারকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ

সরকার দেশকে রাজনীতি শূন্য করে একদলীয় শাসন প্রতিষ্ঠার অংশ হিসেবেই জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আবদুল গাফফারকে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১৫ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই পুলিশ সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আবদুল গাফ্ফারকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

সরকার দেশকে রাজনীতি শূন্য করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার যে ষড়যন্ত্র শুরু করেছে তার অংশ হিসেবেই সারা দেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। জামায়াতের নেতা-কর্মীগণ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে। জামায়াতসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ব্যাপকহারে গ্রেফতারের মধ্য দিয়ে সরকারের স্বৈরাচারী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হচ্ছে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আবদুল গাফফারসহ সারা দেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”