১৪ অক্টোবর ২০১৭, শনিবার, ৮:২৩

বিচার বিভাগের উপর সরকারের নগ্ন হস্তক্ষেপে উদ্বেগ প্রকাশ

প্রধান বিচারপতির লিখিত বক্তব্যে প্রতিয়মান হয় যে, সরকার তার উপর অনাকাংক্ষিত চাপ সৃষ্টি করেছে

বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কথিত অসুস্থতা, মহামান্য প্রেসিডেন্টের কাছে ছুটির দরখাস্ত পেশ এবং অনুমোদন, অস্ট্রেলিয়া চলে যাওয়ার পর তার বিরুদ্ধে ১১টি অভিযোগ উত্থাপন এবং অস্ট্রেলিয়া যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি এসকে সিনহার লিখিত বক্তব্য প্রদানের ফলে প্রধান বিচারপতিকে নিয়ে যে ধুম্রজাল সৃষ্টি হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ১৪ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া যাওয়ার পূর্বে যে লিখিত বক্তব্য পেশ করেছেন সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে, ‘তিনি অসুস্থ নন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি আরও বলেছেন যে, ‘আমি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে একটু শংকিতও বটে এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের আমার ব্যক্তিগত সমালোচনায় আমি সত্যিই বিব্রত।’ তার এ বক্তব্যের মাধ্যমে প্রতীয়মান হয় যে, সরকার তার উপর অনাকাংক্ষিত চাপ সৃষ্টি করেছে। বিচার বিভাগের উপর সরকারের নগ্ন হস্তক্ষেপে দেশবাসীর সাথে সাথে আমরাও উদ্বিগ্ন।”