৯ সেপ্টেম্বর ২০১৭, শনিবার, ১:৫৩

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় তীব্র প্রতিবাদ

ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখার আমীরসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখার আমীর জনাব সৈয়দ গোলাম সারওয়ার ও কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলা শাখার সাবেক আমীর জনাব মোঃ আঃ আউয়ালসহ জামায়াতের ১৬ জন নেতা-কর্মীকে গত ৮ সেপ্টেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ৯ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখার আমীর জনাব সৈয়দ গোলাম সারওয়ার ও কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলা শাখার সাবেক আমীর জনাব মোঃ আঃ আউয়ালসহ জামায়াতের ১৬ জন নেতা-কর্মীকে গত ৮ সেপ্টেম্বর পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

কর্তৃত্ববাদী সরকার স্বৈরশাসন পাকা-পোক্ত করার উদ্দেশ্যেই সারা দেশে অন্যায়ভাবে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে বন্দী করে রেখে কষ্ট দিচ্ছে। সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের রাজনৈতিকভাবে হয়রানী করছে এবং জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকারের দু:শাসনের কারণে তাদের জনপ্রিয়তায় ধ্বংসে নেমেছে। জনসমর্থন হারিয়ে সরকার শক্তির জোরে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে। জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেশীদিন ক্ষমতায় টিকে থাকা যায় না।

জুলুম-নির্যাতন বন্ধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখার আমীর জনাব সৈয়দ গোলাম সারওয়ারসহ সারা দেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”