৩ সেপ্টেম্বর ২০১৭, রবিবার, ১২:২২

কল্যাণ পার্টির মহাসচিব জনাব আমিনুর রহমানের কোন সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ

রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গ্রেফতার, গুলী করে হত্যা ও গুমের মাধ্যমে দেশে এক বিভিষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে

অতিসম্প্রতি বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব জনাব আমিনুর রহমানকে গুম করার পর অদ্যাবধি তার কোন সন্ধান না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ৩ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “অতিসম্প্রতি বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব জনাব আমিনুর রহমানকে গুম করার পর অদ্যাবধি তার কোন সন্ধান না পাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন ও শংকিত।

বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিবকে গুম করার ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। তাকে গুম করার প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত হলেও অদ্যাবধি তাকে উদ্ধার করতে না পারাটা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম ব্যর্থতা। এ ঘটনার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। রাজনৈতিক দলের নেতা-কর্মী, ছাত্র, যুবক এবং ব্যবসায়ীগণকে পরিকল্পিতভাবে অপহরণ ও গুম করা হচ্ছে। রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গ্রেফতার, গুলী করে হত্যা ও গুমের মাধ্যমে দেশে এক বিভিষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। মানবাধিকার লংঘনের ঘটনা ঘটছে অহরহ। একটি সভ্য গণতান্ত্রিক দেশে এ ধরনের পরিস্থিতি কোনভাবেই মেনে নেয়া যায় না।

বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব জনাব আমিনুর রহমানসহ এ পর্যন্ত যাদের গুম করা হয়েছে তাদের সবাইকে তাদের স্ব-স্ব পরিবার-পরিজনদের নিকট অবিলম্বে ফিরিয়ে দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”