২৭ আগস্ট ২০১৭, রবিবার, ২:৪০

মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীসহ জামায়াতের ৬ জনকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে পবিত্র ঈদুল আযহার পূর্বেই মুক্তি প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীসহ জামায়াতের ৬ জন নেতা-কর্মীকে ২৬ আগষ্ট বিকেল ৫টায় চাঁদপুর শহরের স্ট্যান্ড রোড থেকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ২৭ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীসহ ৬ জন নেতা-কর্মীকে পুলিশ রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই গ্রেফতার করেছে।

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে সারা দেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিনা কারণে অন্যায়ভাবে পুলিশের গ্রেফতার করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সবাই যখন পরিবার-পরিজন নিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই মুহূর্তে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের পবিত্র ঈদুল আযহার আনন্দ থেকে বঞ্চিত করছে। সরকারের এ ধরনের ফ্যাসিবাদী আচরণ সম্পূর্ণ অমানবিক। কর্তৃত্ববাদী সরকারের এ ধরনের ফ্যাসিবাদী কর্মকা-ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীসহ সারা দেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে পবিত্র ঈদুল আযহার পূর্বেই মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”