২৪ জুলাই ২০১৭, সোমবার, ১২:৪৬

চিকুনগুনিয়া ভাইরাসে ব্যাপকভাবে মানুষ আক্রান্ত হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ

চিকুনগুনিয়া ভাইরাসে মানুষ ব্যাপকভাবে আক্রান্ত হওয়ায় জনগণের মধ্যে আতংক বিরাজ করছে

সারা বাংলাদেশে চিকুনগুনিয়া ভাইরাসে ব্যাপকভাবে মানুষ আক্রান্ত হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৪ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “চিকুনগুনিয়া ভাইরাসে মানুষ ব্যাপকভাবে আক্রান্ত হওয়ায় জনগণের মধ্যে আতংক বিরাজ করছে।

রাজধানী ঢাকাসহ সারা দেশে ঘরে ঘরে মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হচ্ছে। এ রোগে আক্রান্তদের মধ্যে ৯২ শতাংশ রোগীই তীব্র জ্বর, বমি ও ৮২ শতাংশ রোগীই গীটে গীটে তীব্র ব্যথায় কাতর হয়ে পড়ছে। এ রোগে আক্রান্ত রোগীর সুস্থ হতে ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত সময় লেগে যায়। সারাদেশে চিকুনগুনিয়া রোগ মহামারী আকার ধারণ করেছে। মশা বাহিত চিকুনগুনিয়া জ্বরের প্রাদুর্ভাবে এক বিরাট চিকিৎসা সংকট সৃষ্টি হয়েছে।

গত ২১ ও ২২ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩০ ঘন্টায় চিকুনগুনিয়া রোগাক্রান্তদের প্রায় ৩২ হাজার মোবাইল ফোন এসেছে। এ তথ্য থেকেই বুঝা যাচ্ছে যে, চিকুনগুনিয়া জ্বর বর্তমানে কি ভয়াবহ রূপ ধারণ করেছে। অস্বাস্থ্যকর বস্তিবাসীদের মধ্যে এ রোগের প্রকোপ সবচাইতে বেশী। চিকিৎসা বিশেষজ্ঞগণ মনে করেন উপযুক্ত ব্যবস্থা না নিলে এ রোগের প্রকোপ আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস পর্যন্ত থাকবে। অথচ এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোন উদ্যোগই লক্ষ্য করা যাচ্ছে না। এ সরকার জনগণের নির্বাচিত নয় বলেই তারা চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীদের জরুরী ভিত্তিতে চিকিৎসার জন্য দ্রুত যেমন কোন ব্যবস্থা গ্রহণ করছে না, তেমনি এ রোগ প্রতিরোধেরও কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ এবং এ রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য জরুরী ব্যবস্থা গ্রহণ করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”