১৬ জুলাই ২০১৭, রবিবার, ৭:৫৫

প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নূরুল হুদার অবাস্তব বক্তব্যে গভীর বিস্ময় প্রকাশ

নির্বাচনী রোডম্যাপ ঘোষণা উপলক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারের দেয়া বক্তব্য সম্পূর্ণ অসত্য, অনভিপ্রেত, অযৌক্তিক ও অবাস্তব

আজ ১৬ জুলাই প্রধান নির্বাচন কমিশনার জনাব এ কে এম নূরুল হুদা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলনে ‘আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকা অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। ইভিএম ব্যবহারের দরজা এখনো বন্ধ হয়ে যায়নি’ বলে যে অবাস্তব বক্তব্য প্রদান করেছেন তাতে গভীর বিস্ময় প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৬ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের এ বক্তব্য সম্পূর্ণ অসত্য, অনভিপ্রেত, অযৌক্তিক ও অবাস্তব। তার এ বক্তব্যে আমরা গভীরভাবে বিস্মিত হয়েছি।

গোটা জাতি আজ এ ব্যাপারে একমত যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আদৌ সম্ভব নয়। তার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হলে তাতে ২০১৪ সালের ৫ই জানুয়ারীর নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এ ধরনের প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের যে কোন উদ্যোগ জাতি ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবে।

বর্তমান নির্বাচন কমিশন বিদায়ী নির্বাচন কমিশনের পথেই হাটুক তা জাতি দেখতে চায় না। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা সরকারের অধীনে কোনভাবেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। ইভিএম নির্বাচন ব্যবস্থা পৃথিবীর কোন দেশেই গ্রহণযোগ্য হয়নি। এ ব্যবস্থা সব দেশেই প্রত্যাখ্যাত হয়েছে। জাতি আশা করেছিল নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণায় জাতি আশান্বিত হবে। কিন্তু তাদের রোডম্যাপ ঘোষণা জাতিকে হতাশ করেছে।

দেশবাসী নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এ ব্যাপারে জাতি কোন আপোস করবে না। প্রহসনের নির্বাচনের যে কোন অপপ্রয়াস জাতির কাছে গ্রহণযোগ্য হবে না। জাতি তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়।”