৯ জুলাই ২০১৭, রবিবার, ৪:২৪

আমীরে জামায়াতের শোকবাণী

প্রফেসর ডাঃ এম.এ. মাজেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৯৯১ সালের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের তিনবারের নির্বাচিত সভাপতি, ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, প্রফেসর ডাঃ এম.এ. মাজেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ৯ জুলাই প্রদত্ত এক শোকবানীতে বলেন, “অধ্যাপক ডাঃ এম.এ মাজেদের ইন্তেকালে জাতি একজন প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানীকে হারালো। তার ইন্তেকালে জাতির বিরাট ক্ষতি হয়ে গেল।

তিনি বলেন, মরহুম স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করে গিয়েছেন। ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। তিনি একজন সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও নির্ভীক গণতান্ত্রিক মনোভাবাপন্ন ব্যক্তি ছিলেন। দেশকে গণতন্ত্রে উত্তরণের ব্যপারে তার ভূমিকার জন্য জাতি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মহান আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করুন।

তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভাকাংখীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।