২০ জুন ২০১৭, মঙ্গলবার, ৫:৪১

বিএসএফের গুলিতে বাংলাদেশের দুইজন লোক নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ

ভারতীয় বিএসএফ প্রায়ই বাংলাদেশের লোকদের নৃশংসভাবে পাখীরমত গুলি করে হত্যা করছে

ঝিনাইদহ জেলার মহেষপুরে ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশের সোহেল রানা ও হারুন নামের দুইজন লোক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২০ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ভারতীয় বিএসএফ প্রায়ই বাংলাদেশের লোকদের নৃশংসভাবে পাখীরমত গুলি করে হত্যা করছে। কিন্তু বাংলাদেশ সরকার তার কোন প্রতিকার করতে পারছে না।

দুইজন বাংলাদেশী নাগরিককে বিএসএফ গুলি করে হত্যা করার পর তাদের লাশ বিএসএফের কুমারখালী ক্যাম্পে নিয়ে গিয়েছে। সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণেই ভারতীয় বিএসএফ বাংলাদেশের নাগরিকদের প্রায়ই অন্যায়ভাবে গুলি করে হত্যা করছে। বাংলাদেশের নাগরিকদের বিএসএফ অব্যাহতভাবে হত্যা করলেও বাংলাদেশ সরকার তার কোন প্রতিবাদ না করে নিরবে সহ্য করে যাচ্ছে।

ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী লোকদের হত্যা করা বন্ধের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”