১২ জুন ২০১৭, সোমবার, ৪:৪৯

সৃষ্ট সংকট নিরসন করার জন্য ওআইসি এবং মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান

কাতারকে নিয়ে বর্তমানে আরব বিশ্বে যে গভীর সংকট চলছে তাতে গোটা মুসলিম উম্মাহ উদ্বিগ্ন ও শঙ্কিত

আরব বিশ্বের মুসলিম দেশ কাতারকে নিয়ে সৃষ্ট সংকট আলাপ-আলোচনার মাধ্যমে নিরসন করার জন্য ওআইসি এবং মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১২ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “কাতারকে নিয়ে বর্তমানে আরব বিশ্বে যে গভীর সংকট চলছে তাতে গোটা মুসলিম উম্মাহ উদ্বিগ্ন ও শঙ্কিত।

এ সংকটময় মুহূর্তে অব্যাহতভাবে ইরাক, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন ও আফগানিস্তানে মুসলমানদের রক্ত ঝড়ছে। গোটা মুসলিম উম্মাহ এক গভীর সংকটে নিপতিত। এ অবস্থায় মুসলিম উম্মাহর চিন্তাশীল ব্যক্তিগণ বিচলিত বোধ করছেন। এ মুহূর্তে আরব বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি খুবই প্রয়োজন। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সম্প্রতি কাতারকে নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে তাতে আরব বিশ্বের ঐক্য এবং সংহতি বিপন্ন হতে চলেছে। এ সংকট চলতে থাকলে মুসলিম উম্মাহ বিশেষভাবে আরব বিশ্ব চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই এ সংকটের দ্রুত শান্তিপূর্ণ সমাধান আমরা আন্তরিকভাবে কামনা করি।

আরব দেশগুলোর মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে কাতার নিয়ে সৃষ্ট সংকট দ্রুত শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ গ্রহণ করার জন্য আমি ওআইসি এবং প্রভাবশালী মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।”