১৩ মে ২০১৭, শনিবার, ১২:৫৯

নিহত জঙ্গী সাজ্জাদ আলী, তার স্ত্রী বেলী আক্তার ও তার শ্বশুর লুৎফর রহমানের সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জঙ্গী আস্তানায় নিহত জঙ্গী সাজ্জাদ আলী, তার স্ত্রী বেলী আক্তার ও তার শ্বশুর লুৎফর রহমানের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে কতিপয় সংবাদপত্রে যে ভিত্তিহীন মিথ্যা খবর প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আঃ খালেক আজ ১৩ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “নিহত জঙ্গী সাজ্জাদ আলী, তার স্ত্রী বেলী আক্তার ও তার শ্বশুর লুৎফর রহমানের সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই কতিপয় সংবাদপত্রে নিহত সাজ্জাদ আলী, তার স্ত্রী বেলী আক্তার ও তার শ্বশুরের সাথে জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা সিন্ডিকেটেড রিপোর্ট প্রকাশ করেছে। এভাবে ভিত্তিহীন মিথ্যা সিন্ডিকেটেড রিপোর্ট প্রকাশ করে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

তাই জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা সিন্ডিকেটেড রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট সংবাদপত্র কর্তৃপক্ষের প্রতি আমি আহ্বান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্ত নিরসন করবেন।”