২ এপ্রিল ২০১৭, রবিবার, ৬:১৮

বণিকবার্তা, বাংলাদেশ প্রতিদিন এবং এনটিভির অনলাইন ভার্সনে প্রকাশিত অসত্য সংবাদের তীব্র নিন্দা

জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে জামায়াতের কোন ধরনের সম্পর্ক নেই

গত ১ এপ্রিল বণিকবার্তা, ২ এপ্রিল বাংলাদেশ প্রতিদিন এবং এনটিভির অনলাইন ভার্সনে প্রকাশিত নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান মংলা বন্দর পরিদর্শন করতে গিয়ে প্রদত্ত বক্তব্যে ‘আইএসের-নামে জামায়াত জঙ্গি ও সন্ত্রাস সৃষ্টি করছে’ মর্মে যে ভিত্তিহীন, অসত্য মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ২ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন,“নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান মংলা বন্দর পরিদর্শন করতে গিয়ে ‘আইএসের-নামে জামায়াত জঙ্গি ও সন্ত্রাস সৃষ্টি করছে’ মর্মে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য এবং হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাসী দল। জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে জামায়াতের কোন ধরনের সম্পর্ক নেই। বরং সরকারই দেশ পরিচালনায় নিজেদের চরম ব্যর্থতা এবং ভারতের সাথে গোপনে সামরিক চুক্তি স্বাক্ষরের বিষয়টি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর উদ্দ্যেশ্যেই জঙ্গি ও সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে।

আমি আশা করছি নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অসত্য বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকবেন।”