২৩ মার্চ ২০১৭, বৃহস্পতিবার, ১:২১

লন্ডনে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

ব্রিটিশ পার্লামেন্ট ভবন চত্বরে এবং ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর সন্ত্রাসী হামলায় পুলিশসহ ৫জন লোক নিহত হওয়ার ঘটনা অত্যন্ত অমানবিক

গত ২২ মার্চ লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবন চত্বরে এবং ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর সন্ত্রাসী হামলায় পুলিশসহ ৫জন লোক নিহত ও ৪০জন লোক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৩ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ব্রিটিশ পার্লামেন্ট ভবন চত্বরে ও ওয়েস্ট মিনিস্টার ব্রিজের উপর সন্ত্রাসী হামলায় পুলিশসহ ৫জন লোক নিহত ও ৪০জন লোক আহত হওয়ার ঘটনা অত্যন্ত অমানবিক। এ ধরণের সন্ত্রাসী হামলা গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী।

ব্রিটিশ পার্লামেন্ট ভবন চত্বরে ও ওয়েস্ট মিনিস্টার ব্রিজের উপর হামলাকারীরা মানবতার শত্রু। আমি আশা করি এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটতে পারে সে ব্যাপারে ব্রিটিশ সরকার ও জনগণ প্রতিরোধ গড়ে তুলবেন। আমি আরো আশা করি ব্রিটিশ সরকার ও জনগণ শীঘ্রই এ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছেন আমি তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি এবং ব্রিটিশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি।”