১৯ মার্চ ২০১৭, রবিবার, ৮:৪৩

অনলাইন পত্রিকায় প্রকাশিত রিপোর্টের তীব্র প্রতিবাদ

অনলাইন পত্রিকা ‘পূর্বপশ্চিম’ এর রিপোর্ট সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া

গত ১৭ মার্চ ‘পূর্বপশ্চিম’ নামক একটি অনলাইন পত্রিকায় ‘৪৩ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত’ শিরোণামে যে বানোয়াট রিপোর্ট প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ১৯ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পূর্বপশ্চিম নামক একটি অনলাইন পত্রিকায় ‘৪৩ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত’ মর্মে যে বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা দেখে আমরা বিস্মিত হয়েছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈক দল। দেশের সকল গঠনমূলক কাজে জামায়াত সবসময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। আর এ জন্য সাধারণ জনগণের মধ্যে জামায়াতের ব্যাপক জনপ্রিয়তা ও সহানুভূতি রয়েছে। কিন্তু কতিপয় গণমাধ্যম বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঝে মধ্যেই এ ধরনের কাণ্ডজ্ঞানহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট প্রকাশ করে যা বহুলাংশে ভিত্তিহীন এবং একান্তই তাদের মনগড়া।

জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি ‘পূর্বপশ্চিম’ নামক অনলাইন পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি এবং আশা করছি তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে প্রকাশ করে জনমনে সৃৃৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”