১৯ মার্চ ২০১৭, রবিবার, ৮:৩২

পবিত্র কুরআন অবমাননার ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

পবিত্র কুরআন শরীফের উপরে ময়লা ফেলে তা অপবিত্র করার ঘটনায় দেশের জনগণ চরম বিক্ষুব্ধ এবং মর্মাহত

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের ফোরকানিয়া মক্তবের একটি কক্ষে গত ১৫ মার্চ রাতে দুর্বৃত্ত কর্তৃক পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনার সাথে জড়িত দৃর্বৃত্ত বা দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ১৯ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বর্তমান সরকারের আমলে পবিত্র কুরআন শরীফ ও ইসলাম অবমাননার বহু ঘটনা ঘটেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন ঘটনারই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ঐ সব ঘটনার সাথে জড়িত দৃর্বৃত্তদের কোন শাস্তি প্রদান করা হয়নি।

কুমিল্লা জেলার দাউদকান্দির ভাগলপুর গ্রামের ফোরকানিয়া মক্তবে রাতের আধারে দুর্বৃত্ত কর্তৃক পবিত্র কুরআন শরীফের উপরে ময়লা ফেলে তা অপবিত্র করার ঘটনায় দেশের জনগণ বিশেষ করে আলেম সমাজ চরম বিক্ষুব্ধ এবং মর্মাহত। এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ জনগণ মিছিল ও সমাবেশ করেছে। এ ঘটনার পেছনে কোন অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা এবং কোন অশুভ চক্র দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে কিনা তাও সরকারের তদন্ত করে দেখা উচিত।

কুমিল্লা জেলায় পবিত্র কুরআন শরীফ অপবিত্র করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঐ ঘটনার সাথে জড়িত দৃর্বৃত্ত বা দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”