৯ আগস্ট ২০১৯, শুক্রবার, ৮:৪৫

মাহমুদা আকন্দের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখার মহিলা বিভাগের সেক্রেটারী মাহমুদা আকন্দের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ৯ আগস্ট ’১৯ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাহমুদা আকন্দের ইন্তেকালে আমরা আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত প্রাণ একজন নেত্রীকে হালাম। রাজশাহী মহানগরীতে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাংগঠনিক কাজের উন্নতি ও অগ্রগতির পেছনে তার বিরাট অবদান রয়েছে।

মাহমুদা আকন্দ (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অধ্যাপক মোঃ তাসনীম আলমের শোকবাণী

মাহমুদা আকন্দের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে প্রদত্ত অপর এক শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম বলেন, তিনি একজন ত্যাগী ও নির্ভীক নেত্রী ছিলেন। রাজশাহী মহানগরী জামায়াতের মহিলা বিভাগের সাংগঠনিক কাজের ভিত্তি মজবুত করার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে গিয়েছেন। তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করার জন্য তিনি আল্লাহর নিকট দোয়া করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফীক দান করুন।