২৬ জুলাই ২০১৯, শুক্রবার, ৭:৫২

রোহিঙ্গাদের নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কটাক্ষপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রী জনাব জাহিদ মালেক গত ২৫ জুলাই ঢাকা মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত চিকিৎসকদের এক সেমিনারে মায়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া নির্যাতিত-নিপীড়িত-দুর্গত রোহিঙ্গা মুসলমানদের এডিস মশার সাথে তুলনা করে যে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ২৬ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রী জনাব জাহিদ মালেক মায়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া নির্যাতিত-নিপীড়িত-দুর্গত রোহিঙ্গা মুসলমানদের এডিস মশার সাথে তুলনা করে যে ঠাট্টা-বিদ্রূপাত্মক ও কটাক্ষপূর্ণ তীর্যক মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি।

তার এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে দেশবাসী বিস্মিত, মর্মাহত ও বিক্ষুব্ধ। রোহিঙ্গা মুসলমানদের প্রতি ঠাট্টা-বিদ্রূপাত্মক তীর্যক মন্তব্য ছুড়ে দিয়ে তিনি মূলত বিপর্যস্ত মানবতাকেই অসম্মান ও অবমাননা করেছেন। শুধু তাই নয়, এডিস মশা দমনে ব্যর্থ সরকারের স্বাস্থ্য মন্ত্রীর ব্যর্থতা স্বীকার করে যেখানে দুঃখ প্রকাশ করা উচিত ছিল, সেখানে রোহিঙ্গা মুসলমান ও এডিস মশা সম্পর্কে হাস্যকর কটাক্ষপূর্ণ মন্তব্য ছুঁড়ে দিয়ে তিনি কার্যত কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে কৌতূক বোধ করলেন।

এডিস মশার কামড়ের ফলে সৃষ্ট ডেঙ্গু জ্বর দেশে এক ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতি তিন মিনিটে একজন লোক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং চিকিৎসকরা পর্যন্ত মারা যাচ্ছে। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল গতকাল ২৫ জুলাই সবার জন্য দোয়া করে বলেছেন, ‘ডেঙ্গু যন্ত্রণা কী আমি বুঝি, আল্লাহ যেন কাউকে ডেঙ্গু জ্বর না দেন।’ যেখানে অর্থমন্ত্রী এ ধরনের বক্তব্য রেখেছেন সেখানে স্বাস্থ্য মন্ত্রী কীভাবে এ ধরনের দায়িত্বহীন মন্তব্য করতে পারলেন, তা আমাদের বোধগম্য নয়।

হাসপাতালগুলোতে কর্তৃপক্ষ রোগীদের জায়গা দিতে পারছে না। এমন এক ভয়াবহ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রীর এ ধরনের বিদ্রূপাত্মক ও দায়িত্ব-জ্ঞানহীন মন্তব্যে তার দায়িত্বহীনতাই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। তার এ ধরনের আচরণ ক্ষমার অযোগ্য।

এ ধরনের অর্বাচিন মন্তব্যের জন্য অবিলম্বে জাতির নিকট ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে অসহায় রোহিঙ্গা মুসলমানদের প্রতি যে মানহানিকর ও তুচ্ছ-তাচ্ছিল্যপূর্ণ বিরূপ মন্তব্য করা হয়েছে তা প্রত্যাহার করার জন্য আমি স্বাস্থ্য মন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।”