২৪ জুলাই ২০১৯, বুধবার, ৭:৩৪

রামপাল উপজেলা জামায়াতের আমীর এবং সেক্রেটারিসহ ৮ নেতা-কর্মীকে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাগেরহাট জেলার রামপাল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব শেখ নাসের উদ্দিন এবং সেক্রেটারি জনাব মল্লিক আবদুল হাইসহ ৮ জন নেতা-কর্মীকে গত ২২ জুলাই পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২৪ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাগেরহাট জেলার রামপাল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব শেখ নাসের উদ্দিন এবং সেক্রেটারি জনাব মল্লিক আবদুল হাইসহ ৮ জন নেতা-কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পুলিশ তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার যে অভিযোগ প্রচার করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা। অযথা মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করার হীন উদ্দেশ্যেই পুলিশ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণা চালাচ্ছে। অথচ তাদের নিকট থেকে নাশকতার পরিকল্পনা করার কোন আলামতই পাওয়া যায়নি। পুলিশ কর্তৃপক্ষের এ ধরনের ন্যক্কারজনক ভূমিকা দুঃখজনক।

তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থেকে অবিলম্বে তাদের মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”