২৪ জুলাই ২০১৯, বুধবার, ৭:৩৪

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিরুদ্ধে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় প্রকাশিত একটি রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ২৪ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় আজ ২৪ জুলাই প্রকাশিত একটি রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রিপোর্টটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে যে সব কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা।

জনকণ্ঠের রিপোর্টের ভিত্তিহীন মিথ্যা প্রচারণর জবাবে আমাদের স্পষ্ট বক্তব্য হল, সেনাবাহিনী থেকে পলাতক ও চাকুরীচ্যূত মেজর জিয়াকে আমরা চিনি না। তার সম্পর্কে আমরা কিছুই জানি না। কাজেই তার জঙ্গি প্রশিক্ষণের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন ধরনের সংশ্লিষ্টতা থাকার প্রশ্নই আসে না। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের মদদে কোন হত্যাকাণ্ড-সংঘটিত হওয়ার প্রশ্ন অবান্তর। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষণ্ণ করার হীন উদ্দেশ্যেই দৈনিক জনকণ্ঠে এ মিথ্যা বক্তব্য ছাপা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”